Logo

রাজনীতি

‘দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভেদ সৃষ্টি করবেন না’

Icon

আবু সালেহ, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:২৪

‘দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভেদ সৃষ্টি করবেন না’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

গণভোট ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যুতে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভেদ সৃষ্টি করবেন না। বিভিন্ন দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করবেন না।’

 বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বটতলী বাজার এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতে সরকারে ছিলাম, সরকার কীভাবে চলে তা জানি। ভালোভাবে কাজ করতে হয়, সেটাও জানি। আজ আমরা পার্লামেন্টে যাচ্ছি, বহুদলীয় নির্বাচন করব—এ ব্যবস্থাও বিএনপি-ই এনেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় নয়, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে এক কোটি নতুন চাকরির সুযোগ সৃষ্টি করব। প্রতিটি পরিবারকে একটি করে বিশেষ কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখালে চেয়ারম্যান–মেম্বারদের গুরুত্ব দিতে বাধ্য করা হবে। আমরা স্বাস্থ্যসেবা উন্নত করব, শিক্ষা খাতে বাজেট বাড়াব, কারিগরি শিক্ষায় জোর দেব এবং কৃষিকে আধুনিকায়ন করব।’

ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে বাংলাদেশ। আমরা কারও সঙ্গে বিভেদ চাই না। সবাই একসঙ্গে থাকব, একসঙ্গে দেশটাকে এগিয়ে নেব।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর