Logo

রাজনীতি

আমার বিশ্বাস, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে : আইন উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

আমার বিশ্বাস, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে : আইন উপদেষ্টা

ছবি : ইউএনবি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমি বিশ্বাস করি, জুলাই সনদ সংক্রান্ত আলোচনায় সব রাজনৈতিক দল আন্তরিকভাবে অংশগ্রহণ করেছে এবং সেই আন্তরিকতার ধারাবাহিকতায় সবাই জুলাই সনদে স্বাক্ষর করবেন।’

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ড. নজরুল বলেন, ‘যদি অস্থায়ী সরকার থাকে, নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আমি দৃঢ়ভাবে জানিয়েছি যে, নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির (২০২৬ সাল) প্রথমার্ধে। এর জন্য কোনো দ্বিমত নেই—সামান্য কথাবার্তাতেও নয়।’

রাজনীতিতে চলমান পরিবর্তনের প্রসঙ্গে ড. নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলোও এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে, নানা সমালোচনা করছে। এটিকে গণতান্ত্রিক উত্তোরণ বলা যায়।’

সূত্র : ইউএনবি

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ নজরুল জুলাই সনদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর