কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭

ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনসহ দলের অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করে ডিবি।
গ্রেপ্তারদের মধ্যে শাহাদাত ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নিষিদ্ধ সংগঠনগুলোর বেশ কয়েকজন সক্রিয় নেতা রয়েছেন বলে জানায় ডিবি।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তাররা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।
এদিকে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।
এনএমএম/এএ