Logo

রাজনীতি

পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নিয়ে সুখবর দিলেন সারজিস

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নিয়ে সুখবর দিলেন সারজিস

পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নিয়ে সুখবর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড় জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট এবং নতুন ১৫০ শয্যার ভবন চালুর বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, ডিজি-এডমিনসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলেছেন বলে তিনি জানান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সারজিস আলম।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘বাংলাদেশের হাতে গোনা যে ২-৪টা জেলা পর্যায়ের সদর হাসপাতাল এখনো ১০০ শয্যায় পড়ে আছে তার মধ্যে পঞ্চগড় সদর হাসপাতাল একটা। সেই ১০০ শয্যাও ঠিকমতো ব্যবহারের উপযুক্ত নয়। ৩৭ জন ডাক্তারের মধ্যে আছে মাত্র ১৩ জন। যন্ত্রপাতির অভাব তো আছেই, তার চেয়ে বড় সংকট প্রয়োজনীয় ডাক্তার নেই। মেডিসিন, অর্থোপেডিক্স বিভাগের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে কোনো ডাক্তার নেই। এই কারণেই হাসপাতালে রোগী আসার সাথে সাথে রংপুরে রেফার করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আজ পঞ্চগড়ের সাধারণ মানুষের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত ডিজি, ডিজি-এডমিন সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা হয়। তারা পঞ্চগড়ের সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার কমিটমেন্ট দিয়েছেন।’

সারজিস আলম বলেন, ‘আজকেই দুইজন ডাক্তার অর্ডার করা হয়েছে। আশাকরি খুব অল্প সময়ের মধ্যেই অন্যান্য শূন্য পদে প্রয়োজনীয় ডাক্তার পাব। আমাদেরকে অতিরিক্ত কিছু দিতে হবে না কিন্তু প্রয়োজনীয়টুকু নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটি সুখবর দিয়ে রাখি। খুব শীঘ্রই পঞ্চগড় সদর হাসপাতালের নির্মিত হয়ে পড়ে থাকা ১৫০ শয্যার নতুন বিল্ডিং চালু হবে ইনশাল্লাহ। তাহলে সম্পূর্ণ ২৫০ শয্যা পূর্ণাঙ্গভাবে সেবা দিতে শুরু করবে।’

সারজিস আলম বলেন, ‘শুধু কথার ফুলঝুরি নয়, পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল চেষ্টা করে যাবো। খুব দ্রুতই বাকি আপডেট জানাবো ইনশাআল্লাহ।’

এসকে দোয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর