বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে সনদে স্বাক্ষর করা হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:৫০
-68f106475332b.jpg)
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় এক পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাংলাদেশের খবর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর না হলে সনদে স্বাক্ষর না করার কথা বলছে কেউ কেউ। তবে বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে অবশ্যই সনদে স্বাক্ষর করা হবে। এ বিষয়ে শুরু থেকেই বিএনপি ইতিবাচক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় এক পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। হাসিনা বলতেন খালেদা জিয়াকে টুপ করে পদ্মা থেকে ফেলে দিবে। অথচ আল্লাহর মহিমা দেখুন, খালেদা জিয়া মুক্ত হলেন আর হাসিনা পালালেন। এটা থেকে শিক্ষা নেওয়া যায় যে বর্বরতা করলে লাভ নেই। আর অত্যাচার-নির্যাতন করে বেশিদিন টিকে থাকা যাবে না।
তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। হাসিনা এই গণতন্ত্রকে ফ্যাসাদ করেছে, নির্বাচনের প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ এমন জিনিস তারা যখন জেগে ওঠে, তখন সামনে আর কেউ দাঁড়াতে পারে না।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, সব সময় জনগণের সঙ্গে থাকবেন। তাদের ভালোবাসা আদায় করার চেষ্টা করবেন।
এর আগে হরিপুর উপজেলায় একটি ফুটবল খেলায় অংশ নিয়েছেন মহাসচিব।
আবু সালেহ/এমবি