Logo

রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১১:২০

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

আইনিভিত্তি এবং আদেশের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা বহুবার আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা বলেছি। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্রের’ মতো একপাক্ষিক দলিলে পরিণত হবে।’

এনসিপি জানিয়েছে, ঐকমত্য কমিশন সময় বৃদ্ধি করেছে, তাই তারা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেওয়া হবে।

এদিন শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। তবে কয়েক ঘণ্টা আগে এনসিপি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তারা আইনি ভিত্তি ছাড়া এই অনুষ্ঠানে অংশ নেবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এনসিপি চাইছে সংবিধান স্থগিত করে বিশেষ আদেশ (প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার) জারি করা হোক এবং তা প্রধান উপদেষ্টার মাধ্যমে কার্যকর করা হোক। দলের নেতারা মনে করছেন, শুধুমাত্র আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো বাস্তব রাজনৈতিক বা আইনি পরিবর্তন হবে না।

এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দীর্ঘ আলোচনায় যুক্ত ছিলেন। সূত্র জানিয়েছে, এনসিপি সরকারের সরাসরি ও পরোক্ষ প্রচেষ্টা সত্ত্বেও এ অবস্থান থেকে সরে আসেনি।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর