Logo

রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফেরেন।

রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার রাতে তিনি বাসায় ফিরেছেন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর