জুলাই সনদ জনগণের মতের বিরুদ্ধে, আমরা রাজপথে থাকব : নাহিদ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৩
-convener-Nahid-Islam-(2)-68f342bd44ecc.jpg)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ সইয়ের ঘটনাটি জনগণের মতের বিরুদ্ধে হয়েছে। তাই দাবি আদায়ে আমরা রাজপথে থাকব।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এ সনদের একটি আইনি বাস্তবায়ন চাওয়া আমাদের ন্যায্য দাবি। ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান থাকবে— কোনো প্রভাবশালী রাজনৈতিক দল বা শক্তির চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন তাদের পরবর্তী আলোচনায় যদি আমাদেরকে ডাকে, আমরা সেই আলোচনায় অংশ নেব এবং সেখানেও আমরা এ সনদের আইনি বাস্তবায়নের দাবি রাখব।
ডিআর/এমবি