Logo

রাজনীতি

রাজনীতিকদের প্রযুক্তি নির্ভর হতে হবে : সালাহউদ্দিন আহমদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২১:৩৫

রাজনীতিকদের প্রযুক্তি নির্ভর হতে হবে : সালাহউদ্দিন আহমদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশকে উন্নত করতে প্রতিটি সেক্টরে সঠিক ম্যানপাওয়ার নির্ধারণ করা জরুরি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে আনতে হবে এবং রাজনীতিকদের দেশের উন্নয়নে প্রযুক্তি নির্ভর হতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩:৩০ মিনিটে আইইবি মিলনায়তনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে সাবেক সচিব ও আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন বলেন, দেশ বিনির্মাণে জাতীয় সংসদে প্রকৌশলীদের আরও বেশি সংযুক্তি প্রয়োজন এবং তারা বর্তমান দুঃসময়ে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, বিদ্যুৎ সেক্টর, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এআই, এমএল, ব্লকচেইন অর্থনীতি, জলবায়ু পরিবর্তনে টেকসই ব্যবস্থা ও খনিজ সম্পদের সঠিক ব্যবহারে এ্যাব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। জনগণ গণতান্ত্রিকভাবে বিএনপিকে সুযোগ দিলে এ উদ্যোগগুলো বাস্তবায়িত হবে।

আলোচনা সভায় এ্যাব-এর গুরুত্বপূর্ণ সদস্য ও উপদেষ্টামণ্ডলের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নু ও প্রকৌশলী শফিউল আজম ফাহিম।

সভায় প্রকৌশলীদের দেশ উন্নয়নে প্রযুক্তি নির্ভর ও উৎপাদনমুখী ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএস/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর