‘নির্বাচন কমিশন’ প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে : হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২১

ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশনের (ইসি) আচরণকে ‘প্রাতিষ্ঠানিক স্বৈরাচার’ বলে আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রমে এখন মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ। আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। কেন শাপলা প্রতীক দেওয়া হবে না, তার কোনো আইনগত ব্যাখ্যাও তারা দিতে পারেনি।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রমে এখন মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হলো বিধিমালায়, অথচ শাপলা কেন বাদ পড়ল—এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো যেন তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’
এনসিপি নেতা বলেন, ‘মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে, তাদের স্বার্থই এখন রক্ষা করছে।’
এসআইবি/এএ