Logo

রাজনীতি

জামায়াতের পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৪১

জামায়াতের পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম

ফাইল ছবি (সংগৃহীত)

পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটি পরিকল্পিতভাবে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত করার এবং জাতীয় সংলাপকে আসল প্রশ্ন থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে চালানো হয়েছিল। 

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেছেন, সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠন নিয়ে জনগণের অভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত এই আন্দোলনের মূল দাবি— ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ওপর ভিত্তি করে একটি উচ্চকক্ষ গঠনকে জামায়াত ও তাদের সহযোগীরা হাইজ্যাক করে তাদের স্বার্থ হাসিলের একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে।

তিনি বলেন, জামাত কখনোই সংস্কারের বাস্তব আলোচনায় অংশগ্রহণ করেনি; তারা কোনো সংবিধানগত প্রস্তাবনা বা গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি। কমিশনের মধ্য দিয়ে হঠাৎ সংস্কারের সমর্থন প্রদর্শন তাদের আসল অভিপ্রায় নয়, বরং তা ছিল রাজনৈতিক হামলা যা সংস্কারবাদ হিসেবে আড়াল করা হয়েছে।

নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের মানুষ এখন এই প্রতারণার প্রকৃত সত্বা বুঝতে পেরেছে এবং আর কখনও মিথ্যা সংস্কারবাদী বা কৌশলচাতুর্যপূর্ণদের দ্বারা বিভ্রান্ত হবেন না। 

তিনি বলেন,  সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা ও জনগণ কখনোই অসৎ, সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দুর্বল শক্তিকে ক্ষমতায় বসতে দেবে না।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর