দয়া করে আসুন, সাইন করুন জুলাই সনদে : এনসিপিকে ফাহাম

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৫৯

ছবি : ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশের রাজনীতিতে নতুন ঐক্যের আহ্বান ও জুলাই সনদে সই করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, ‘ইন্ডিয়ার পা চাটা গোলামদের রাজনৈতিক স্পেইস দেওয়া যাবে না। সেজন্যেই এই ‘জুলাই চার্টারে’ (জুলাই সনদ) আপনাদের সাইন করা উচিত। দয়া করে আসুন, সাইন করুন।’
রোববার ১৯ অক্টোবর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানান ফাহাম আব্দুস সালাম।
পোস্টে তিনি বলেন ‘সব দল ইতোমধ্যে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলেই সেটি হবে বাংলাদেশের রাজনীতিতে এক র্যাডিক্যাল ডিপার্চার।’
ফেসবুকে দেওয়া ওই পোস্টে ফাহাম বলেন, ‘আপনাদের পার্টিসিপেট করতে হবে, পার্লামেন্টে যেতে হবে, সিস্টেমে ঢুকতে হবে। ৩ দলের মধ্যে ফান্ডামেন্টাল কিছু বিষয়ে ঐক্য গড়ে তুলতে হবে। ঝগড়াঝাঁটি থাকুক, কিন্তু মূল বিষয়ে ঐক্য অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশপন্থীদের মাঝেই সীমাবদ্ধ থাকতে হবে। ইন্ডিয়ার পা চাটা গোলামদের রাজনৈতিক স্পেস দেওয়া যাবে না। আওয়ামী চিন্তাভাবনা থেকে মানুষ একদিন অবশ্যই গ্র্যাজুয়েট করবে।’
এনসিপি নেতাদের উদ্দেশে ফাহাম আব্দুস সালাম বলেন, ‘জুলাই চার্টারে আপনাদের সাইন করা উচিত। দয়া করে আসুন, সাইন করুন। জোকারদের কথা শুনবেন না। জুলাই চার্টার মূলত বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যায়।’
এর আগে ১৭ অক্টোবর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। যাতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগে ৩০টি রাজনৈতিক দল-জোট জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপ পর্বে অংশ নিয়েছিল, তার মধ্যে ৫টি দল মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে সই করেনি।
সই না করা ৫টি দলের মধ্যে আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ।
ডিআর/এএ