‘কোরআনের দল’ দাবি করে মসজিদে অন্যদের কষ্ট দেওয়া বন্ধ করুন : তারেক রহমান
 
						বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:২৫
 
					ছবি : বাংলাদেশের খবর
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘মসজিদে গিয়ে কোনো রাজনৈতিক দল যখন ‘এবার কোরআনকে ভোট দেবেন’ বলেন, তখন তারা বুঝাতে চান অন্য দলগুলো কোরআনের দল না। এসব বলে মসজিদে অন্যদের কষ্ট দেওয়া কেন? এসব বন্ধ করুন।’
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তিনি এ কথা বলেন।
আমজনতার দলের সদস্যসচিব বলেন, ‘যখন কোনো রাজনৈতিক দল মসজিদে গিয়ে বলে, ‘আপনারা এবার কোরআনকে ভোট দেবেন; তখন সে বোঝাতে চায় যে, তারাই একমাত্র কোরআনের দল। আর অন্য দলগুলো কোরআনের দল না। একটা মসজিদে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ আরও সব দলের লোক থাকে। ইবাদত করতে আসা এসব লোক তখন মনকষ্টে ভোগেন। এসব বলে মসজিদে অন্যদের কষ্ট দেওয়া কেন?’
মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির ফলে মসজিদে ইবাদতের পরিবেশ নষ্ট করছে উল্লেখ করে মো. তারেক বলেন, ‘বিভিন্ন ওয়াজ-মাহফিলেও ঠিক একই ঘটনা ঘটছে। সেখানে গিয়ে কেউ অক্সফোর্ডে, আবার কেউ কেমব্রিজে পড়েছে- এমন বক্তব্য দিচ্ছে। ওয়াজ-মাহফিলে কি মানুষ এসব শুনতে যায়?।’
তিনি আরও বলেন, ধর্মীয় মজলিশগুলোতে যখন কেউ বলে, ‘একসময় রাজাকার নামটি ছিলো দুর্নামের, কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের- এ ধরনের কথা শুনতে কোনো মুসলিম নাগরিক ওয়াজ-মাহফিলে যায়?’
উল্লেখ্য, সম্প্রতি মসজিদে রাজনৈতিক কর্মী সম্মেলন, রাজনৈতিক দলের উদ্যোগে ধর্মীয় আমলের প্রতিযোগিতা, দলীয় বক্তব্য প্রচারকে কেন্দ্র করে নানা সংঘাতের সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান উপস্থিত ছিলেন।
ডিআর/এএ/


 
			