Logo

রাজনীতি

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৯:০৫

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (IRI) প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতার ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত হয় এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে চলমান সংলাপ ও সমঝোতা প্রক্রিয়া সম্পর্কেও দলের প্রতিনিধি দল তাঁদের অবহিত করেন।

সাক্ষাতে প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, স্বচ্ছতা ও সংগঠনগত শৃঙ্খলার প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলেল নুর আজিজি, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা জনাব গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, সদস্য সচিব।

ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (IRI) প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে. ফাসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রাম (CNAS) এর সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান, IRI এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (NDI) এর প্রোগ্রাম ডিরেক্টর জামি স্পাইকারম্যান, IRI এর রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক জন ফ্লুহার্টি, পরামর্শক ড্যারিন বিইলেকি, প্রোগ্রাম পরামর্শক অমিতাভ ঘোষ।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর