Logo

রাজনীতি

সাবেক এমপি বেগম তহুরা আলী মারা গেছেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৬

সাবেক এমপি বেগম তহুরা আলী মারা গেছেন

বেগম তহুরা আলী। ছবি : মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বেগম তহুরা আলী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় জামালপুর-শেরপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী জেলা থেকে দ্বিতীয় দফায় সংসদ সদস্য ছিলেন।

ফেনী জেলায় জন্ম নেওয়া তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেছেন এবং সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু ঢাকার খবর আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর