বেগম তহুরা আলী। ছবি : মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বেগম তহুরা আলী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় জামালপুর-শেরপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী জেলা থেকে দ্বিতীয় দফায় সংসদ সদস্য ছিলেন।
ফেনী জেলায় জন্ম নেওয়া তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেছেন এবং সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এমএইচএস

