Logo

রাজনীতি

ইসলামী শাসনতন্ত্র কায়েম করে পিতা হত্যার প্রতিশোধ নেব : শামীম সাঈদী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:২১

ইসলামী শাসনতন্ত্র কায়েম করে পিতা হত্যার প্রতিশোধ নেব : শামীম সাঈদী

ছবি : বাংলাদেশের খবর

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেছেন, `আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। তবে তার স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করা। আমি বিশ্বাস করি, দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করব, আর সেটিই হবে তাঁর হত্যার প্রতিশোধ।'

শুক্রবার (২৪ অক্টোবর) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, `বারবার জীবন যায়, কিন্তু এ দেশে শান্তি আসে না। গত ১৬ বছর আমাদের ওপর নির্যাতন, নিপীড়ন, মামলা ও হামলা চালানো হয়েছে। এখানে অনেকেই আছেন, যারা নিজের ঘরে থাকতে পারেননি, বাবা-মায়ের কাছে থাকতে পারেননি, সন্তানের কাছেও যেতে পারেননি। এমন দিন যেন আর না আসে।'

তিনি আরও বলেন, `আজ থেকে ৫৪ বছর আগে এ দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়েছিল সোনার বাংলা গড়ার আশায়। কিন্তু গত ৫৪ বছরে আমরা প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। শাসকগোষ্ঠী বারবার আমাদের শোষণ ও নির্যাতন করেছে। শেষ পর্যন্ত ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।'

গণসমাবেশে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কেএম আজাদ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, জেলা সূরা সদস্য মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, জেলা কৃষি ও অর্থনীতি সম্পাদক মো. মুজিবুর রহমান, জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রামস্থ ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদ প্রমুখ।

এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার মোতাহের হোসেন লিটন, সেক্রেটারি মহি উদ্দিন সেলিম, ব্যবসায়ী ওমর ফারুক মজুমদার এবং ইসলামী ছাত্র শিবির ছাগলনাইয়া উপজেলা উত্তর শাখার সভাপতি মো. হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর