Logo

রাজনীতি

আধুনিক ঢাকা-৫ গড়ার অঙ্গীকার হাতপাখার প্রার্থীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪০

আধুনিক ঢাকা-৫ গড়ার অঙ্গীকার হাতপাখার প্রার্থীর

ঢাকা-৫ এলাকাকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইবরাহীম।

গতকাল শনিবার সকালে হাতপাখার এ প্রার্থীর নেতৃত্বে ডেমরা স্টাফ কোয়ার্টার হতে যাত্রাবাড়ী পর্যন্ত নির্বাচনি গণসংযোগ কর্মসূচি ‘পরিবর্তনযাত্রা’ অনুষ্ঠিত হয়। পরিবর্তনযাত্রায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য স্বপ্নের ঢাকা-৫ নির্মাণ, যেখানে থাকবে চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, নিশ্চিন্তে বাড়ি নির্মাণের সুযোগ এবং দলীয় প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। মশা নিধন, গ্যাস, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপের পাশাপাশি, তরুণ-যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।’

‘আমরা ভোগ করতে নয়, বরং পরিবর্তনের জন্য এসেছি’, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার রাজনীতি আমাকে ইনসাফ, সমতা, ন্যায্যতা ও জবাবদিহির শিক্ষা দিয়েছে। জনতার সুখ-দুঃখ ও সংগ্রামে প্রাচীর হয়ে পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে আমি নিজেকে আপনাদেরই একজন এবং সত্যিকারের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাই। আমি আহ্বান জানাই, সকলে একযোগে পরিবর্তনের আওয়াজ তুলুন, কারণ আমরা জাগলেই সকাল হবে, আমরা সজাগ হলেই আঁধার রাত কেটে যাবে, ইনশাআল্লাহ।’

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণসংযোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর