Logo

রাজনীতি

জোটে নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক সংশোধনীতে আপত্তি বিএনপির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৩১

জোটে নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক সংশোধনীতে আপত্তি বিএনপির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি : বাংলাদেশের খবর

জোট গঠন করলেও জাতীয় নির্বাচনে প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি বলছে, এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং জোট রাজনীতিকে নিরুৎসাহিত করবে।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে— আরপিওর এ সংশোধনীর সঙ্গে আমরা একমত নই। পূর্বের নিয়মে জোটের প্রার্থীরা এক প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ বিষয়ে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই সংশোধনের প্রস্তাব আসেনি। আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। বিএনপি মনে করে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।’

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর