Logo

রাজনীতি

সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত সিমকার্ডের সংখ্যা কমানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:১৬

সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত সিমকার্ডের সংখ্যা কমানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৭টি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসীরা অবৈধ সিমকার্ড ব্যবহার করে নানাভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা হবে সর্বোচ্চ ৭টি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।

তিনি আরও জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য কাজ করছে সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর