মানিকগঞ্জে সারজিস আলমের সঙ্গে সাবেক সমন্বয়েকের বাকবিতণ্ডা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২১:২৮
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জেলা সমন্বয় সভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মানিকগঞ্জের সাবেক সমন্বয়ক ওমর ফারুকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় এই ঘটনা ঘটে।
সভায় উপস্থিত হয়ে সাবেক সমন্বয়ক ওমর ফারুক সারজিস আলমকে উদ্দেশ করে বলেন, `আপনি দালালদের নিয়ে বসে আছেন কেন? ছাত্রলীগের সঙ্গে প্রোগ্রাম করছেন কেন? আমরা এই জায়গার স্টেকহোল্ডার। জামায়াতের লোক কেন এসেছে?'—এমন অভিযোগ তুলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন।
এর জবাবে সারজিস আলম তাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, `এখানে জামায়াত এলে আপনার সমস্যা কী? আপনি কি কখনও আমার সঙ্গে কথা বলেছেন?' এক পর্যায়ে তিনিও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরে সারজিস আলম ওমর ফারুককে পাশে ডেকে কথা বলতে চাইলে ফারুক বলেন, `না, আমি এখানেই কথা বলব, সবার সামনে।' পরে সারজিস আলম তাকে পাশে নিয়ে কথা বলেন।
এ সময় সাংবাদিকরা সেই মুহূর্তের ভিডিও ধারণ করতে গেলে সারজিস আলম ও তার সহযোগীরা বাধা দেন। এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গেও দ্বিতীয় দফায় বাকবিতণ্ডা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় আরিফুল ইসলাম নামে একজন ব্যক্তি জেলা পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে কথা বলেন।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

