নির্বাচন কমিশন ‘শাপলা’ না দেওয়ার আইনগত ভিত্তি দেখাতে পারেনি : সারজিস আলম
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২১:৩৮
ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক না দেওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম কনভেনশন হলে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন যদি স্বেচ্ছাচারী আচরণ করে এবং বলে যে এনসিপি ‘শাপলা’ পাবে না, তাহলে আমরা মনে করি এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না। এতে জনগণের আস্থা যেমন নষ্ট হবে, তেমনি এনসিপিরও আস্থা থাকবে না। আগামী নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত এনসিপি কোনো বিশেষ দলের দ্বারা প্রভাবিত হয়েছে বলে কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চাই আগামী বাংলাদেশে এনসিপি শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে প্রতিষ্ঠিত হোক। এনসিপি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে—এটাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও জানান, ‘আমরা মনে করি, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান সুদৃঢ়ভাবে বজায় রাখবে, ভবিষ্যতে তাদের সঙ্গে আমাদের নির্বাচনী জোট (ইলেক্টোরাল অ্যালায়েন্স) হতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ প্রমুখ।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

