যুগে যুগে প্রমাণিত, ধর্ম ব্যবসায়ীরা কখনো লাভবান হননি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩০
কোনও ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারেনি। যুগে যুগে প্রমাণ হয়েছে ধর্ম ধর্মের জায়গায় থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, মসজিদে যেন কেউ ধর্মের নামে রাজনীতি করতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তবে আমরা বিএনপি পরিবার সব ধর্মের মানুষদের নিয়ে, সব ভোটারদের নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। প্রমাণ করতে চাই মির্জাপুরের রাজনীতিতে বিএনপি কতটা স্বচ্ছ ও শক্তিশালী। এসময় তিনি উল্লেখ করেন, স্বাধীন দেশে গণতন্ত্র থাকতে হবে। যে দেশে গণতন্ত্র নেই সেই দেশ এগোতে পারে না।
এর আগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিজ রেজা ও পৌর যুবদলের সদস্য সচিব ইবাদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী মিঞাসহ আরো অনেকেই সবার উদ্দেশ্যে বক্তব্য দেন। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেয়।
আরআই/এনএ

