Logo

রাজনীতি

জুলাই সনদ নিয়ে গণভোট নভেম্বরেই করতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:০৮

জুলাই সনদ নিয়ে গণভোট নভেম্বরেই করতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারি

জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল। ছবি : বাংলাদেশের খবর

জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও কমিশনারদের সঙ্গে বৈঠকে এ দাবি জানান ৮ ইসলামী দলের নেতারা। 

বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে ওই সনদের আইনিভিত্তি দেওয়ার প্রস্তাব করেছে। আমরা আটটি দলের পক্ষ থেকে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে। তাই জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করা যাবে না। আমরা বলেছি, আগে নভেম্বরেই গণভোট শেষ করতে হবে।’

আব্দুল হালিম জানান, সংশোধিত আরপিও যেমনটি অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা অনুমোদন করেছে, সেটি হুবহু বহাল রাখতে হবে। ‘কোনো কাটাছেঁড়া বা সংশোধনী আনা যাবে না। মন্ত্রিসভার অনুমোদিত আরপিও কার্যকর করেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে,’ বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। নোয়াখালী ও নওগাঁসহ বিভিন্ন এলাকায় নারী প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে।’

সিইসিকে আল্টিমেটাম দেওয়া হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ আমরা কোনো আল্টিমেটাম দিইনি। তবে আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— স্মারকলিপির পর কয়েক দিন অপেক্ষা করে আগামী ৩ নভেম্বর শীর্ষ নেতারা বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ।’

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, নেজাম ইসলামী পার্টির মহাসচিব মুসা বিনী নেজার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট জুলাই সনদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর