Logo

রাজনীতি

জামায়াত ইসলামি দল নাকি? আমি জানি না : হাসনাত

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

জামায়াত ইসলামি দল নাকি? আমি জানি না : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জামায়াত ইসলামি দল নাকি? আমি জানি না। ইসলামিক দল, অ-ইসলামিক দল ক্যাটাগরি করা হয়, তার পক্ষে আমি না।’

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরগুনায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশজুড়ে প্রতি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া, দলের সমন্বয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ‘জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি ও ইসলামিক দলগুলোর ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই; এ দূরত্ব পতিত সরকারকে সুযোগ তৈরি করবে কি না’— এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জামায়াত ইসলামি দল নাকি? আমি জানি না। ইসলামিক দল, অ-ইসলামিক দল ক্যাটাগরি করা হয়, তার পক্ষে আমি না।’

হাসনাত আরও বলেন, ‘দূরত্ব তৈরি হয়নি, প্রত্যেকে প্রত্যেকের সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, কিছু দল বিপক্ষে অবস্থান নিয়েছে। এ জায়গা থেকে এখন মনে হচ্ছে বাংলাদেশে দুইটা পক্ষ তৈরি হয়েছে। সংস্কারের পক্ষে যারা আছে, তাদের মনে হয়েছে সংস্কারের কাছাকাছি তারা আছে। বিপক্ষে যারা আছে, তাদের মনে হয়েছে সংস্কারের পক্ষ থেকে দূরে সরে গেছে।’

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

খান নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর