গণভোট না হলে নির্বাচনের ‘দুই পয়সার’ মূল্য নেই : জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৯:১০
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে। না হলে এটা মূল্যহীন, এটার কোনো দুই পয়সারও মূল্য নেই।’
শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না। গণভোট আগে হতে হবে। না হলে নির্বাচনের কোনো অর্থ থাকবে না।’
তিনি আরও বলেন, ‘যেখানেই যায় মানুষ পায় অবিচার। এই অবস্থায় দেশ ও জাতিকে কেউ দেখতে চায় না। আমরাও চাই না। সবাই মিলে এই দেশটা বদলে দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেন, আমরা কারও প্রতি অবিচার করব না।’
জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা মেনিফেস্টো তৈরি করছি। তবে এখনই সেটি প্রকাশ করব না। ইলেকশন ডিক্লারেশনের আগে কিছু জানাতে চাই না। জাতিকে আমরা মিথ্যা আশ্বাস দেব না। আমাদের মেনিফেস্টোর সঙ্গে বাস্তবায়নযোগ্য পরিকল্পনাও যুক্ত থাকবে।’
জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পরিবর্তনের মূল প্রত্যাশা হলো সমাজে কোনো অনিয়ম ও বৈষম্য থাকবে না। দুর্নীতি হচ্ছে সব অনিয়মের মূলে। সমাজের সর্বত্র দুর্নীতিবাজদের দখলে থাকায় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।’
তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত জনগণের পাশে থাকবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ— অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।’
বর্তমান পরিস্থিতিকে পাকিস্তান আমলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আগে ঘুষখোর একজন কর্মকর্তা এলেই সবাই জানত, এখন উল্টো— যদি কোনো সৎ কর্মকর্তা আসে, সবাই অবাক হয়। সমাজটা একেবারে উল্টো পথে গেছে। দুর্নীতি যখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়, তখন সেই সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না।’
এ সময় জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার নজরুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শনিবার (১ নভেম্বরে) রাতে দেশে ফেরার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
এমএইচএস

