স্বাধীনতার চেতনাবিরোধী ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:২৯
১৯৭২ সালে প্রণীত সংবিধানকে ইসলাম ও স্বাধীনতার সংগ্রামের চেতনাবিরোধী আখ্যায়িত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইবনে শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ৭২ সালের সংবিধান ৭১-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে।
গতকাল শনিবার (১ নভেম্বর) বিকালে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এর আগে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের হালুয়াঘাট আদর্শ হাইস্কুল মাঠে গণ-সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় শাখার উদ্যোগে এই দুই গণ-সমাবেশ হয়।
মামুনুল হক বলেন, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রাম অব্যাহত থাকবে।
গণ-সমাবেশে তিনি আরও বলেন, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি — এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইনশাআল্লাহ।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকার সংখ্যালঘুদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি গারো সম্প্রদায়ের ধর্মীয় মৌলিক অধিকার সংরক্ষণ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাকে আমরা নিজেদের দায়িত্ব মনে করি।
ফুলপুরের সমাবেশে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ এবং হালুয়াঘাটের সমাবেশে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলামের হাতে নির্বাচনী প্রতীক 'রিকশা' তুলে দেন।
উভয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
আইএইচ/

