৫ দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৪:১৫
					ছবি : বাংলাদেশের খবর
পূর্বঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক বন্দোবস্তের নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তাই আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’
মাওলানা মামুনুল হক জানান, জুলাই সনদের আইনিভিত্তি প্রণয়ন এখন সময়ের দাবি এবং নির্বাচনের আগে গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের মতামত জানতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করা হলে আটটি দল তা মেনে নেবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত আন্দোলন ও ডেভেলপমেন্ট পার্টির নেতৃবৃন্দসহ অন্যান্য সমমনা দলের শীর্ষ নেতারা।
নতুন কর্মসূচি অনুযায়ী :
- ৬ নভেম্বর সকাল ১১টা : প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল।
 - ১১ নভেম্বর : রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ।
 
ডা. তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোটের সময় পেছানো বা এগিয়ে আনার কোনো অর্থ নেই। জনগণের আস্থা ফেরাতে আলাদা সময়েই গণভোট জরুরি।’
আট দল একযোগে ঘোষণা করে, ‘আমরা সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চাই। জনগণের অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব।’
এসআইবি/এমবি

