Logo

রাজনীতি

বিএনপির সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২১:১৯

বিএনপির সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এটি সম্ভাব্য প্রার্থী তালিকা এবং যেকোনো সময় নীতিনির্ধারণী ফোরাম এ পরিবর্তন করতে পারে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লড়বেন ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে লড়বেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, ড. আবদুল মঈন খান নরসিংদী-২, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার-১, এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে লড়বেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে মনোনয়ন পেয়েছেন আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪), আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (কুমিল্লা-৩), আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮)সহ অন্যান্যরা।

চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে মনিরুর হক চৌধুরী (কুমিল্লা-৬), আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-৪), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতা ও হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করা হয়। দলের নেতা-কর্মীরা জানিয়েছেন, বাকি আসনগুলোতে শরিক দলের সঙ্গে সমন্বয় ও নীতি-নির্ধারণের পর দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

এই তালিকা ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর