Logo

রাজনীতি

প্রার্থী-সমর্থকদের আনন্দ মিছিল বিক্ষোভ সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩২

প্রার্থী-সমর্থকদের আনন্দ মিছিল বিক্ষোভ সংঘর্ষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গত সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

দলের মনোনয়ন পাওয়ার পর বিএনপি প্রার্থীরা অনেকটা নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। ঘটছে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা।

মনোনয়ন দ্বন্দ্বে রণক্ষেত্র, মেহেরপুর : মেহেরপুর-২ সংসদীয় আসনের মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে গাংনী উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। 

এ সময় আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় অন্তত ১০ নেতাকর্মী আহত হন। তবে এ সময় নীরব দর্শকের ভূমিকায় থাকার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এসময় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। 

মাদারীপুরে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত : অনিবার্য কারণবশত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘সোমবার (৩ নভেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।’ ধারণা করা হচ্ছে, ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি মনোনয়ন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি।

সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যানজট : বিএনপির মনোনয়ন ঘোষণার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা। গত সোমবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

রংপুরে মনোনয়ন পেয়েই প্রচারণা : রংপুরের ৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- মোকাররম হোসেন সুজন, মোহাম্মদ আলী সরকার, শামসুজ্জামান শামু, মোহাম্মদ এমদাদুল হক ভরসা, মোহাম্মদ গোলাম রব্বানী, মোহাম্মদ সাইফুল ইসলাম। গত সোমবার রাতে প্রার্থী ঘোষণার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমে পড়েন। 

বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, ‘দীর্ঘদিন রংপুর অবহেলিত ও বঞ্চিত ছিল। এবার সময় এসেছে পরিবর্তনের। আশা করি রংপুরবাসী উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন। আমার লক্ষ্য অবহেলিত বৈষম্যের শিকার রংপুরে উন্নয়ন করা। রংপুর জনপদকে এগিয়ে নেওয়ার।’

সীতাকুণ্ডে চারজনকে বহিষ্কার : মনোনয়নকে কেন্দ্র করে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও হানাহানি ঘটনায় জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ চারজনকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন-সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। 

সাতক্ষীরায় সড়ক অবরোধ ও হরতাল পালন : সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় অর্ধ দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলমের কর্মী-সমর্থকরা। এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল। এতে স্থানীয়দের পাশাপাশি নারীদেরও অংশ নিতে দেখা গেছে। 

সিলেটে মাজার জিয়ারত করে প্রচারণা শুরু ইলিয়াসের স্ত্রীর : বিএনপি নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানে (রহ.) মাজার জিয়ারত করে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ফিরে পেতে বিশেষ মোনাজাত করেন। পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

জিয়ারত শেষে তাহসিনা রুশদীর লুনা বলেন, দীর্ঘদিন ধরে সিলেট-২ আসনের জনগণ বিএনপির প্রতি অনুগত থেকেছে। জনগণের ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়েই আমি মাঠে নেমেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি জনগণের পাশে থাকতে চাই। 

নির্বাচনি উচ্ছ্বাসে উত্তাল দিনাজপুর : নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন। এটি ছিল তার বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হকের আসন। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ার খবর শোনার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জেলা বিএনপির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ খবর শোনার সাথে সাথে সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। 

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর