Logo

রাজনীতি

জামায়াত আমির

জোট নয়, নির্বাচনী সমঝোতা গড়বে জামায়াত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮

জোট নয়, নির্বাচনী সমঝোতা গড়বে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জোট নয়, দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে নির্বাচনী সমঝোতা গড়বে জামায়াত। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নির্বাচনী সমঝোতার স্বার্থে জামায়াতের ঘোষিত প্রার্থী তালিকায়ও অনেক পরিবর্তন আসতে পারে বলেও জানান।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় দশকে দেশে কোনো নির্বাচন হয়নি। এবার হবে তাৎপর্যপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।

সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, নানাবিধ কারণে ইসির বেঁধে দেওয়া ৩০ অক্টোবর প্রবাসী বাংলাদেশিরা সবাই ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিদেশে আমাদের লাখ লাখ প্রবাসী রয়েছেন। সবাই যাতে ভোটার হতে পারেন সে কারণেই আমরা ইসিকে আরো কমপক্ষে ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়ার কথা বলেছি।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা এদেশের অর্থনীতিকে সচল রাখেন সবসময়। আল্লাহর ইচ্ছায় জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যার আনুপাতিক হারে সরকারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

আওয়ামী লীগকে নির্বাচনে আনা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ কি নির্বাচন চায়? তারা তো গত দেড় দশক সুযোগ পেয়েও নির্বাচন না করে জোর করে নির্বাচনের নামে ক্ষমতাকে একচেটিয়া কুক্ষিগত করে রেখেছিল। এদেশের কোটি কোটি তরুণ ১৫ বছর ভোট দিতে পারেনি। জনগণ আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে মেনে নেবে না।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর