Logo

রাজনীতি

জাপা ফ্যাসিস্ট সরকারের দোসর, আলোচনার সুযোগ নেই : আযাদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৪

জাপা ফ্যাসিস্ট সরকারের দোসর, আলোচনার সুযোগ নেই : আযাদ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘জাপা ফ্যাসিস্ট সরকারের দোসর, তাই তাদের সঙ্গে কোনোভাবেই এক টেবিলে বসা যায় না।’

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈঠকে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হামিদুর রহমান আযাদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে আগের ১৮ দফা প্রস্তাবের অগ্রগতি এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই, কমিশন ঘোষিত সময়সীমা যথাসময়ে বজায় রাখুক— এর কোনো ব্যত্যয় যেন না ঘটে।’

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, ‘রেজিস্ট্রেশন অ্যাপ চালু হলেও অনেক বিভ্রান্তি আছে। কেউ ভাবছেন এটি ভোটার হওয়ার জন্য, কেউ ভাবছেন ভোট দেওয়ার জন্য। কমিশন জানিয়েছে, ১৮ নভেম্বর থেকে অঞ্চলভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হবে, যা ভোট দেওয়ার জন্য প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘জন্ম ও নিবন্ধন সনদের ওপর বেশি জোর দিচ্ছে কমিশন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী চায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক।’

গণভোট প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণভোট নিয়ে আন্দোলন চলমান। জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি করতে হবে। এটি যথাসময়ে হতে হবে, যাতে জনগণের অংশগ্রহণে আইনি ভিত্তি পায়। নির্বাচনের আগে গণভোট হওয়াই শ্রেয়।’

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর