Logo

রাজনীতি

গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৪৮

গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। 

বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি মিডিয়া সেল থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা গুলি করেছে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কেন এই ঘটনা ঘটছে তা এখনো জানি না। পরে বিস্তারিত বলতে পারব।’

স্থানীয় বিএনপি নেতারা জানান, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে মনোনয়ন পাওয়ার পর বিকেলে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর