কোলাজ : বাংলাদেশের খবর
জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে পদযাত্রা করবে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় পল্টনে সমবেত হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে এই পদযাত্রা শুরু হবে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করবেন দলগুলোর প্রতিনিধিরা।
পদযাত্রায় অংশ নেওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলগুলোর নেতারা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিল, তা এখনো অধরা। আমাদের ৮ দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথক গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানবো না। বর্তমান আরপিও বজায় রেখেই নির্বাচন হতে হবে। আশা করি আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক দল সমাধানে পৌঁছাবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের কোনো অর্থ হয় না। নির্বাচনের দিন হ্যাঁ-না ভোটে জনগণের মনোযোগ বিভক্ত হবে। তাই জুলাই সনদ বাস্তবায়নই এখন জাতির প্রধান দাবি।’
তাহের আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আলোচনার আহ্বান আমরা স্বাগত জানাই। তবে এই আলোচনায় একটি নিরপেক্ষ রেফারি নিয়োগ দিতে হবে, যাতে সব পক্ষের বক্তব্য ন্যায়সংগতভাবে বিবেচিত হয়।’
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি, আরপিও অপরিবর্তিত রাখা, গণভোটের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনুমোদন এবং নির্বাচনী সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা— এই পাঁচ দফাই আজকের পদযাত্রার মূল দাবি হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
এমএইচএস

