বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবনে রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে প্রার্থী হতে চান।
বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রেজা কিবরিয়া। তিনি জানান, ইতোমধ্যে বিএনপির প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন এবং কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।
রেজা কিবরিয়া বলেন, ‘আমি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি। ইনশাল্লাহ, আমার এলাকায় ধানের শীষ প্রতীকে নির্বাচন করব।’
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনো পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, রেজা কিবরিয়া এই আসন থেকেই মনোনয়ন পাবেন।
রেজা কিবরিয়া এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ এবং পরবর্তীতে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমএইচএস

