নভেম্বরে গণভোটের দাবিতে উত্তাল পল্টন, স্থবির যান চলাচল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪৫
ছবি : সংগৃহীত
নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভে নেমেছে জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা ইসলামি দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বেলা সাড়ে ১০টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে মিছিল পল্টনে পৌঁছায়। একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা, খেলাফত মজলিসসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও একত্রিত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
আট ইসলামি দলের ঘোষিত ৫ দফা দাবি হলো—
১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন।
২) জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩) সবার জন্য লেভেল প্লেিং ফিল্ড নিশ্চিত করা।
৪) আগের সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫) জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এমএইচএস

