জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৩
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যমুনায় গেছেন আট ইসলামী দলের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছায়।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সেক্রেটারি মুহা. নিজামুল হকসহ আরও কয়েকজন শীর্ষ নেতা।
এর আগে সকাল থেকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, কাকরাইল ও পল্টন মোড়ে জড়ো হন জামায়াতসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে রওনা দেন তারা। তবে দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলকারীদের ‘গণভোট চাই’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। পরে নয় সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করে।
দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট সরকারের’ জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াত ছাড়া অংশ নেওয়া অন্যান্য দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও র্যাব। শাপলা চত্বর, শাহবাগ, কাকরাইল ও যমুনা এলাকার আশপাশে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এমএইচএস

