হবিগঞ্জ-১ আসনে বিএনপি জোটের প্রার্থী হতে পারেন মুফতী নিজাম উদ্দিন আল আদনান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৩০
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী নিজাম উদ্দিন আল আদনান | ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মুফতী নিজাম উদ্দিন আল আদনান। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
সম্প্রতি বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বিএনপির দলীয় সূত্রে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অঘোষিত ৬৩ আসনের মধ্যে থেকে সর্বোচ্চ ৪০টি আসনে মিত্রদের জন্য ছাড় দেওয়ার চিন্তা করছে দলটি। রাজনৈতিক মহলের ধারণা, ওই ফাঁকা আসনগুলোর একটি বরাদ্দ হতে পারে হবিগঞ্জ-১, যা জমিয়তের দীর্ঘদিনের দাবির তালিকায় রয়েছে।
এদিকে, ওই আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মুফতী নিজাম উদ্দিন আল আদনান ইতোমধ্যেই নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। স্থানীয়ভাবে জনসংযোগ, উঠান বৈঠক ও উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরে তিনি জনগণের সমর্থন অর্জনের চেষ্টা চালাচ্ছেন। নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন ইউনিয়নে তার ব্যানার-পোস্টার, লিফলেট ও গণসংযোগ কার্যক্রমে কর্মী-সমর্থকদের উপস্থিতিও চোখে পড়ছে।
এ বিষয়ে কথা হলে মুফতী নিজাম উদ্দিন আল আদনান বলেন, ‘এই আসনটি যদি বিএনপি জোট থেকে আমাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ নবীগঞ্জ-বাহুবলের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আমি উন্নয়ন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ড. গোলাম মহিউদ্দীন ইকরাম বলেন, ‘হবিগঞ্জ-১ আসনে জমিয়তের শক্তিশালী সাংগঠনিক অবস্থান রয়েছে। মুফতী আদনান একজন গ্রহণযোগ্য প্রার্থী। আমরা আশা করছি বিএনপি এই আসনটি জমিয়তের জন্য ছেড়ে দেবে।’
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘জোটের স্বার্থে কিছু আসন ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হবিগঞ্জ-১ আসনটি নিয়েও ইতিবাচক আলোচনা চলছে।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নবীগঞ্জ-বাহুবলে দীর্ঘদিন ধরে বিএনপি ও জমিয়তের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই এ আসনে মুফতী নিজাম উদ্দিন আল আদনানের মনোনয়ন পাওয়া এখন সময়ের অপেক্ষা বলেই অনেকে মনে করছেন।
আইএইচ/

