Logo

রাজনীতি

আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে : শামা ওবায়েদ

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৮:০৬

আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে : শামা ওবায়েদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বিগত দিনে কিছু মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার অনেকে না খেয়ে থেকেছে। এই বৈষম্যের জন্যই আমাদের ছোট ভাই-বোনেরা আন্দোলনে নেমেছিল। তারা জীবন ও রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথে আমাদের জন্য পথ সুগম করেছে।’

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আশির দশকে খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল। ৯১ সালে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হয় এবং বেগম খালেদা জিয়া উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তাকে জঘন্য মিথ্যা মামলায় ৬ বছর জেলে থাকতে হয়েছে, তারপরও দীর্ঘ ১৭ বছর ধরে তিনি আন্দোলন করে গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

নিজের বাবা, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, ‘অনেক রাজনীতিবিদ অবৈধভাবে সম্পদ করেছে, কিন্তু আমার বাবা ব্যাংকে দেনা না রেখে চলে গেছেন।

তিনি আমাকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে সালথা-নগরকান্দার মানুষ দিয়েছেন। আমি দীর্ঘ ১৭ বছর তাদের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে সংসদে গেলে আরও কাজ করতে পারবো।’

সভায় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা কামরুল ইসলাম মজনু, ইব্রাহিম মেম্বার ও রফিক মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

ফজলুল মতিন বাদশা মিয়া সভাপতিত্বে সভায় স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. পারভেজ মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর