Logo

রাজনীতি

সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৪

সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কিডনি রোগে ভুগছিলেন আবুল হাসান মাহমুদ আলী। গত দুই সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

দিনাজপুর-৪ আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী দীর্ঘ কূটনৈতিক জীবন শেষে রাজনীতিতে যোগ দেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

পরে ২০১৪ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর