সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৪
সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কিডনি রোগে ভুগছিলেন আবুল হাসান মাহমুদ আলী। গত দুই সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দিনাজপুর-৪ আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী দীর্ঘ কূটনৈতিক জীবন শেষে রাজনীতিতে যোগ দেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
পরে ২০১৪ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এমবি

