বিএনপির র্যালি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৭:১৭
ছবি : সংগৃহীত
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আজ (৭ নভেম্বর) র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দুপুরের পর থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। বিকাল নাগাদ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
র্যালি ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে ওঠে। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। দুপুর দেড়টার পর থেকেই রাজধানীর বিভিন্ন দিক থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে অংশ নেন র্যালিতে।
দুপুর আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-প্রচার সম্পাদক আসাদুল শাহিন এবং সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা র্যালি পূর্ব সভামঞ্চে উপস্থিত হন।
র্যালিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন নেতাকর্মীরা।
- এমআই

