Logo

রাজনীতি

ফেব্রুয়ারি পার হলে জনগণ আর ছাড় দেবে না : মির্জা ফখরুলের হুঁশিয়ারি

Icon

আবু সালেহ, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২১:০৭

ফেব্রুয়ারি পার হলে জনগণ আর ছাড় দেবে না : মির্জা ফখরুলের হুঁশিয়ারি

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফেব্রুয়ারির একদিনও পেরোলে জনগণ আর তা মেনে নেবে না। জনগণ এখন পরিবর্তন চায়, ভোট দিতে চায় এবং গণতন্ত্র ফিরে পেতে চায়।

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের আয়োজনে ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু দল নির্বাচনকে দেরি করার চেষ্টা করছে। তাদের ভয় আছে, এজন্য তারা নির্বাচনের পথ বন্ধ করতে চায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে হবে। অন্যথায় এদেশের মানুষ এটি মেনে নেবে না।’

জুলাই সনদে প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে আমি স্বাক্ষর করেছি। কিন্তু যে সনদে আমি স্বাক্ষর করেছি এবং যা প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে, দুটি এক নয়। আমাদের স্বাক্ষরকৃত পাতাটি বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্ট প্রতারণা।’

তিনি আরও বলেন, দেশে এখন একটি নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, তবে জনগণ আর প্রতারিত হবে না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই অঙ্গীকার করেছেন। এছাড়াও ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।’

সভায় ৯ নং রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর