Logo

রাজনীতি

কিশোরগঞ্জ-২ আসনে জালাল উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:৫২

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট জালাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মনোনয়ন বাতিলের দাবি তুলেছেন *আমার দিন* পত্রিকার সম্পাদক আহসান হাবিব বরুন।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, তারেক রহমানের জীবনের হুমকি, চাঁদাবাজি, দখলবাজি, বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ও দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত জালাল উদ্দিন। সংবাদ সম্মেলনে বরুন বলেন, জালাল উদ্দিন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তকারী সাবেক অতিরিক্ত ডিআইজি কাহার আকন্দের ‘ঘনিষ্ঠ বন্ধু’ এবং তাকে তিনবার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিয়ে এসেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর জালাল উদ্দিন পাকুন্দিয়ার তিনটি বালুমহাল দখল করে বালু বিক্রি করেন। টেন্ডার-সমঝোতার নামে ঠিকাদারদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা নেন এবং এর অংশ জেলা ও উপজেলা বিএনপির নামে ‘আত্মসাৎ’ করেন। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ও মামলায় ফাঁসানোর অভিযোগও করেন তিনি।

বরুন অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পর জালাল উদ্দিনের লোকজন এলাকায় ‘ত্রাসের পরিবেশ’ তৈরি করেছে—ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার হুমকি, ক্লাব সদস্যদের সঙ্গে সংঘর্ষ, চাঁদা দাবি, প্রবাসী বিএনপি সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক ঘটনা তুলে ধরেন। একই সঙ্গে সম্প্রতি পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক আলোচিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত থাকলেও, অনুষ্ঠানটি বানচাল করতে জালাল উদ্দিন ‘বিভিন্ন অপচেষ্টা’ চালান।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে স্থানীয় নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন জালাল উদ্দিন। এসব কারণে তাঁর বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ বাড়ছে। এসব কারণেই অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল ও সব দলীয় পদ থেকে অব্যাহতির দাবি জানান।

এ সময় বরুন নিজেকে কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়নের জন্য বিবেচনা করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে ২০০১ সালে হাতছাড়া হওয়া আসনটিকে বিপুল ভোটে পুনরুদ্ধার করব। ৩১ দফার আলোকে কটিয়াদী-পাকুন্দিয়াকে মডেল রাজনীতির প্রতীক হিসেবে গড়ে তুলব।’

জেএন/এমএইচএস/এক্স/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর