Logo

রাজনীতি

বিচার-সংস্কারের ট্যাবলেট খাইয়েছে ব্যর্থ সরকার : রাশেদ খাঁন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

অন্তবর্তীকালীন সরকার বিচার ও সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

তিনি বলেন, ‘ভোটের ব্যাপারে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। গণ-অভ্যুত্থানের পরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের পূর্বে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার দরকার ছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদেরকে বিচার ও সংস্কারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এই সরকার বিচার ও সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘দেশের মানুষ বলছেন ভোট কি আদৌ হবে? আমার নিজেরই আফসোস লাগছে, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি- তার ওপর আমাদের ভরসা-আস্থার জায়গাটা ছিল যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নেতা দেশের ব্যাপক পরিবর্তন করবেন। আমাদের দেশকে সিঙ্গাপুর বানাবে, ইউরোপ বানাবে। কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশকে আমেরিকা বানানোর নামে ড. ইউনূস আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।’

তিনি বলেন, ‘ড. ইউনূস ব্যর্থ হয়েছেন। আমাদের দায়িত্ব হবে কাঁধে তুলে নেওয়া এবং সৎ, যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানো। যদি এই সংসদে টাকার বিনিময়ে, পেশিশক্তির বিনিময়ে আবারও সেই আওয়ামী আমলের মতো ডামি-স্বতন্ত্র এমপিরা নির্বাচিত হয়ে যায়, তাহলে এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সুতরাং, জনগণের কাছে আমাদের বার্তা হলো- সৎ ও যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। কোনো ধান্দাবাজ, চাঁদাবাজ, লুটেরা, মাফিয়া, জুলুমবাজকে আপনারা ভোট দিবেন না।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘এবার আর ভোটকেন্দ্র দখল এবং ১৪/১৮ মার্কা নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আর এজন্য জাতীয় সংসদ হতে হবে ভারতীয় আধিপত্যমুক্ত। যেখানে জনগণের প্রতিনিধি হিসেবে বিপ্লবী তরুণরা থাকবে। যারা রাজপথে লড়াই করেছে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল তারাই শুধুমাত্র জাতীয় সংসদে যাবে।’

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আপনারা যদি মনে করেন এবার স্বতন্ত্র নির্বাচন করে আবারও এমপি হবেন, টাকাপয়সা কামাবেন- সেই দিন শেষ। এবার আর কেউ ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা পদে ছিল- নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা রাজনীতি করতে পারবে না।’

তিনি বলেন, ‘‘যেদিন টাকা দিয়ে ভারতের ‘র’-এর নির্দেশনায় স্বতন্ত্র নির্বাচন করার নামে নির্বাচন বানচালের চক্রান্ত করতে আসবেন, সেদিন জনগণ রাজপথে নামলে জীবন নিয়ে ফিরতে পারবেন না।’’

‎এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী-সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

এম বুরহান উদ্দীন/এইচকে/এক্স/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর