Logo

রাজনীতি

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৮:২১

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। এটি খোলামেলা আলোচনা ভিত্তিক, তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ।’ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান।

বৈঠকের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একজন নেতা জানিয়েছেন, ‘জরুরি’ বিষয়ে আলাপের জন্য বৈঠকটি ডাকা হয়েছে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্টি মতভেদ সমাধানসহ অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা এবং দলের গুরুত্বপূর্ণ নীতি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য এ বৈঠক আয়োজন করা হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর