Logo

রাজনীতি

নাসিরকে ‘বহিরাগত প্রার্থী’ বলছেন টাঙ্গাইল-৩ আসনের ভোটাররা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:৩৭

নাসিরকে ‘বহিরাগত প্রার্থী’ বলছেন টাঙ্গাইল-৩ আসনের ভোটাররা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ ওবায়দুল হক নাসির দলীয় মনোনয়ন পেয়েছেন। গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তবে ঘাটাইল আসনে নাসিরের মনোনয়নকে ঘিরে স্থানীয় বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূলের একাধিক নেতা অভিযোগ করেছেন, তিনি ঘাটাইল উপজেলার বাসিন্দা নন, তার বাড়ি পাশের বাসাইল উপজেলায়। এ কারণে তাকে ‘বহিরাগত প্রার্থী’ হিসেবে দেখছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ঘাটাইলের রাজনীতিতে সক্রিয় থাকা অনেক নেতাকর্মী মনে করছেন, স্থানীয় নেতাদের বঞ্চিত করে বাইরের কাউকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে ঘাটাইল পৌর এলাকার উত্তরা মহল্লায় আয়োজিত একটি অনুষ্ঠানে ওবায়দুল হক নাসিরের নাম যুক্ত একটি ব্যানার নিয়ে বিতর্ক দেখা দেয়। ওই অনুষ্ঠানে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তীতে বিষয়টি অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয়।

এছাড়া, স্থানীয় নেতাদের অভিযোগ, উপজেলা বিএনপির গঠনপ্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করে নাসির কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে নেতৃত্বে এনেছেন। বিশেষ করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে শফিউর রহমান মুক্তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ রয়েছে। স্থানীয়রা দাবি করছেন, শফিউর রহমান মুক্তার ছেলে মাহমুদুর রহমান আলিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে ঘাটাইলের নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগের সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন।

ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন, ‘দল বাঁচাতে হলে স্থানীয় ও পরীক্ষিত নেতাদেরই প্রাধান্য দিতে হবে। বাইরে থেকে এনে প্রার্থী দিলে কর্মীরা তা মেনে নেবে না।’

একইভাবে উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল বলেন, ‘বছরের পর বছর আমরা মাঠে আন্দোলন-সংগ্রাম করেছি। অথচ কেন্দ্র থেকে বাইরের একজনকে প্রার্থী করা হয়েছে, যিনি ঘাটাইলের মানুষ নন। এতে কর্মীরা হতাশ।’

অভিযোগের বিষয়ে এস এ ওবায়দুল হক নাসির বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে অপপ্রচার চালাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী ঘাটাইলের মানুষের জন্য কাজ করতে চাই।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর