Logo

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ভোট চাইলেন ফখরুল পত্নী

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৭:১৯

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ভোট চাইলেন ফখরুল পত্নী

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁও সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বামীর নির্বাচনী এলাকা সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত হন। 

সভায় ইউনিয়নের সকল ধর্মের প্রায় হাজারের বেশি নারী উপস্থিত ছিলেন এবং নতুন করে সনাতন ধর্মালম্বী শতাধিক নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেন।

এসময় রাহাত আরা বেগম নারীদের সুবিধা-অসুবিধা শোনেন এবং সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের কীভাবে ভূমিকা রাখা উচিত, সে বিষয়ে মতবিনিময় করেন।


নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, ‘ভেবেছিলাম এটি একটি উঠান বৈঠক হবে, কিন্তু আপনি সবাই এটিকে নারী সমাবেশে পরিণত করেছেন। সবাইকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কখনও আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সাথে থেকেছেন এবং আপনাদের সময় দিয়েছেন। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।’

প্রতিমা রানী নামের এক নারী বলেন, ‘আমরা এ অঞ্চলের নারীরা কী কী কাজে দক্ষ তা জানিয়েছি। তিনি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান করেছেন। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি। আশা করি আমাদের উদ্যোক্তা হতে তারা সুযোগ সৃষ্টি করবে।’

রেহেনা পারভীন নামে এক নারী বলেন, ‘আমরা ঠাকুরগাঁওয়ের নারীরা এই জেলার মতো অবহেলিত। আমরা চাই সত্যিকার অর্থে আমাদের জন্য কাজ হোক। আমরা সমাজে অবদান রাখতে চাই।’

এ সময় জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন- আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন এবং জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।

  • আবু সালেহ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর