আ. লীগের ‘ডামি প্রার্থী’ ঠেকাতে ইসিতে গণ-অধিকার পরিষদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৪:০১
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগের পদধারী নেতা, অর্থের যোগানদাতা ও ২০২৪ সালের তথাকথিত ‘ডামি নির্বাচনে’ অংশ নেওয়া ব্যক্তিরা যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন— এই দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে গণ-অধিকার পরিষদ।
বুধবার (১২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রাশেদ খান বলেন, তারা কোনোভাবেই চান না যে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বিতর্কিত বা ব্যাহত হোক। তাদের আশঙ্কা, আওয়ামী লীগের একাংশ নির্বাচন বানচাল করে ‘আরেকটি ১/১১’ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করতে পারে।
তিনি বলেন, ‘আমাদের দাবি খুব স্পষ্ট— যারা আওয়ামী লীগের পদে ছিলেন, যারা ওই দলের অর্থদাতা ছিলেন, কিংবা ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র ডামি প্রার্থী হয়ে গণতন্ত্রকে হত্যা করেছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।’
রাশেদ খান জানান, সিইসি তাদের বক্তব্য মনোযোগসহকারে শুনেছেন এবং বিষয়টি কমিশনের বৈঠকে আলোচনার আশ্বাস দিয়েছেন।
নির্বাচন কমিশনের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীকাল থেকে যে সংলাপ শুরু হচ্ছে, সেখানে যেন কোনোভাবেই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি, ১৪ দল বা ২০২৪-এর ডামি নির্বাচনে অংশ নেওয়া দলগুলোকে আমন্ত্রণ জানানো না হয়।’
তার দাবি, জাতীয় ঐকমত্য কমিশন যেখানে এসব দলকে আমন্ত্রণ জানায়নি, সেখানে ইসি শুধুমাত্র আইনের দোহাই দিয়ে তাদের সংলাপে ডাকতে পারে না।
গণ-অধিকার পরিষদের নেতা আরও বলেন, ‘এই নির্বাচন কমিশন সাধারণ কমিশন নয়; এটি গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এর প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’
রাশেদ খান শেষ পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তাহলে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব।”
এসআইবি/এমএইচএস

