গণভোটের চেয়ে কর্মহীন মানুষের কাছে চাকরি বেশি জরুরি : তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:০৮
ছবি : সংগৃহীত
কর্মহীন মানুষের কাছে হাজার কোটি টাকার গণভোটের চেয়ে একটি চাকরি বেশি জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘লোকসানের মুখোমুখি আলু চাষির কাছে গণভোটের চেয়ে আলুর ন্যায্য দাম পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণে টাকা খরচ করা বেশি গ্রহণযোগ্য। কর্মহীন মানুষের কাছে হাজার কোটি টাকার গণভোটের চেয়ে একটি চাকরি বেশি জরুরি।’
তিনি জানান, কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছে। এসময় সরকারকে হুমকি না দিয়ে, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান, আপনারা বর্তমান সরকারকে হুমকি না দিয়ে, আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন। কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছে।’
তিনি বলেন, ‘নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে মালিকদের কি নারীদের চাকরি না দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে না?’
কিছু দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘কিছু দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে। গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। পরাজিত স্বৈরাচার একটি দলের ছাতার নিচে আশ্রয় নিচ্ছে কি না সেটি দেখার সময় এসেছে।’
- এমআই

