Logo

রাজনীতি

বাহিরের নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না : শফিকুল ইসলাম

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:৩০

বাহিরের নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না : শফিকুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বাহিরের কোনো নেতা দিয়ে বাংলাদেশের কোনো কর্মী চলতে পারে না। বাংলাদেশ কোনোভাবেই বাহিরের নেতার নির্দেশে চলে না। কেউ কেউ এখন বলছেন ৫ই আগস্ট আপনারা চাইলে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে পারতেন, কিন্তু আপনার নেতা এখনো দেশে নিরাপত্তা বোধ করেন না। তারা রাষ্ট্রক্ষমতা কিভাবে গ্রহণ করবে?’

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়ন বাংলাবাজার সংলগ্ন জামায়াতের বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘তারা এখনও আপনার দলের কাছ থেকে নিরাপত্তা চাচ্ছে, বুলেটপ্রুফ গাড়ি চাচ্ছে। আমরা মনে করি, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দিয়ে জামায়াত ইসলামী গুলির মুখে দাঁড়াবে। আমরা ইতিমধ্যে যে কার্যক্রমগুলো চালু করেছি, এগুলো আগামীদিনে অব্যাহত থাকবে। বাউফলবাসী জামায়াত ইসলামীকে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে ভোট দিয়ে ব্যাপকভাবে আমাদের বিজয় নিশ্চিত করবে।’

তিনি আরও বলেন, ‘বাউফলে জামায়াত ইসলামী দাড়িপাল্লায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাদের প্রতিযোগিতা আছে, আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের মাধ্যমে। কেউ যদি ভালো কাজ দেখাতে পারে, আমরা পাঁচটি ভালো কাজ দিয়ে তার মোকাবেলা করব। কেউ আমাদের ভালো কাজ থামাতে চাইলে, আমরা শরীরের ঘাম ও রক্ত মিশিয়ে সমাজকল্যাণের কার্যক্রম চালিয়ে যাব।’

পথসভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, শিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল, বাউফল ফাউন্ডেশনের সচিব অ্যাডভোকেট আবুল কাশেমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর