ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ছাত্র শিবিরের একটি মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিবিরের কিছু কর্মী ভবনের ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের নিচতলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে যায়।
এর আগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান নেন। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের ব্যানার টানানো অবস্থায় দেখা যায়। তাদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা এবং হাতে লাঠি ছিল।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরবর্তীতে ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা একটি গোষ্ঠী সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য বর্তমানে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় মোতায়েন রয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখার পাশাপাশি যান চলাচল সীমিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা।

